হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০২০

ঝুঁকি নিয়ে কাজ করছেন হিলি পল্লী বিদ্যুতের কর্মীরা

করোনাভাইরাসে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলাধীন হিলি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা। কাল বৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করে যাচ্ছে তারা। হিলি পল্লী বিদ্যুতের লাইনম্যান মানিক জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দিনাজপুর জেলাসহ হিলিকে লকডাউন করা হয়েছে, মানুষ এখন গৃহের মধ্যে রয়েছে, বিদ্যুৎ ছাড়া সকলেই অসহায়। মাথার ওপর করোনাভাইরাসের ঝুঁকি, তবুও ভয়কে জয় করে দিন-রাত কাজ করে যাচ্ছি মানুষের সেবায়। এ সমস্যা মোকাবিলায় মাঠে রয়েছেন বিদ্যুতের লাইনম্যানসহ ১১ কর্মী।

হিলি সাব জোনাল অফিসের এজিএম সাইদুর রহমান জানান, চাকরির দায়িত্বের চেয়েও বেশি দায়িত্ব হলো এ সংকটময় মুহূর্তে মানুষের বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত রাখা। আমি হিলিতে থাকি, পরিবার সদস্যরা গ্রামের বাড়িতে থাকে। সারাক্ষণ বৃদ্ধ মা-বাবাকে মনে পড়ে তবুও কাজ করে যাচ্ছি সবার ঘরে আলো নিশ্চিত করতে। কারণ পরিবারের চেয়ে দায়িত্বটা অনেক বেশি। মাঝে মধ্যে ফোনে কথা হয়। দেশের জন্য তবুও কাজ করে যাই। আমাদের সবার লক্ষ্য মাঠের জমিতে সেচের যেন কোনো সমস্যা না হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close