রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০১৯

রানীনগরে খাদ্যমন্ত্রী

ধান-চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা

খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুনীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দফায় বরাদ্দকৃত ধান কৃষকের কাছ থেকে ক্রয় কার্য সম্পূর্ণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, আগামী ৭ দিনের মধ্যে লটারীতে মনোনিত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় সম্পূর্ণ করতে হবে। এছাড়া রানীনগরের তালিকাভূক্ত চাতাল মালিকদের কাছ থেকে চাল ক্রয় আপতত বন্ধ রেখে ক্রাসিং এর জন্য সরকারের সঙ্গে চুক্তিবন্ধ করতেও চাতাল মালিকদের প্রতি জোর তাগিদ দেন মন্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, জেলা খাদ্য কর্মকর্তা জিএম ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, নির্বাহী অফিসার আল মামুন, খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, গুদাম কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা আ.লীগের সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close