সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০১৯

বিনামূল্যে বীজ সার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ এস এম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক টি আই এম মকবুল হোসেন প্রামাণিক, যুগ্ম আহ্বায়ক শিক্ষক সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এ কে এম ফরিদুল হক, কৃষিবিদ খোরশেদ আলম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯-২০ মৌসুমে খরিপ-১ এর আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৪৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close