বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০১৮

চোরাচালানি পণ্য ছাড়াতে গিয়ে ভুয়া মেজর আটক

ভারতফেরত পাসপোর্টযাত্রীর মালামাল ছেড়ে দেওয়ার কথা বলতে গিয়ে রেজাউল ইসলাম (৩৭) নামে এক ভুয়া মেজর পরিচয়ের ব্যক্তিকে আটক করেছেন বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক রেজাউল বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত ছাবদার মোড়লের ছেলে ও চেকপোস্টে অবস্থিত মামুন এন্টারপ্রাইজের কর্মচারী।

বিজিবি জানায়, চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেজ্ঞার টার্মিনাল এলাকায় বিজিবির অস্থায়ী চেকপোষ্টে চঞ্চল বিশ্বাস নামে এক পাসপোর্টযাত্রীর নিকট অতিরিক্ত ৬-৭ পিস কম্বল পাওয়ায় তাকে চেকপোস্ট বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। চেকপোস্টের মামুন এন্টারপ্রাইজের কর্মচারী শাওনেওয়াজ তপু ঐ যাত্রী মেজর (ভূয়া) রেজাউল হোসেনের লোক বলে ক্যাম্পের নায়েক সুমনের কাছে পরিচয় তুলে ধরে। পরে ক্যাম্প কমান্ডার ভূয়া রেজাউলের সাথে কথা বলে তাকে কৌশলে গ্রেফতার করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ভুয়া মেজরকে বেনাপোল পোর্ট থান পুলিশে সোপর্দ করা হয়েছে। চেকপোস্টের একটি সূত্র জানায়, আটক রেজাউল বেনাপোল চেকপোস্টের মানুষ পারাপারের প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজের কর্মচারী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close