ভোলা প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০১৮

ভোলায় একটি বিদ্যালয়কে ‘বাল্যবিবাহমুক্ত’ ঘোষণা

ভোলার সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়কে ‘বাল্য বিবাহ মুক্ত’ ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্কুলের শতাধিক শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্যদের উপস্থিতে বিদ্যালয়কে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়।

কোস্ট ট্রাস্ট এর সম্মিলিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের সহায়তায় স্কুলটিতে গত কয়েক বছর ধরে কোন শিশু বিবাহ না হওয়ায় ও আগামীতে কোন শিক্ষার্থীর যাতে বাল্য বিয়ে না হয় তার জন্য বাল্য বিয়ে মুক্ত বিদ্যালয় ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আইইসিএম প্রকল্পের ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মো. মনিরুজ্জামান, এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু, এসএমসি সদস্য মো. হোসেন, সাবেক ইউপি সদস্য মো. ফারুক, ইউপি সদস্য মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক মাহাবুব আলম প্রমুখ। পরে শিক্ষার্থীদের শপথ বাক্যে পাঠ করান স্কুলের প্রধান শিক্ষক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close