শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৮

প্রাইভেট কারে ২ মণ ২০ কেজি গাঁজা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুই মণ ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে এসব গাঁজা উদ্ধার করে থানা পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

জানা যায়, বগুড়ার শেরপুুর উপজেলায় এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঢাকা থেকে বগুড়াগামী ওই প্রাইভেট কারটি। পরে শাজাহানপুর থানা পুলিশ খবর পেয়ে প্রাইভেট কারটিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর থানার সামনে আটকানোর চেষ্টা করে। সামনে পুলিশের চেকপোস্ট দেখে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির প্রাইভেট কারটি যাত্রীবাহী সিএনজি চালিত একটি থ্রি হুইলারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে থ্রে হুইলারের তিনজন যাত্রী আহত হয়। এ সময় প্রাইভেট কার থেকে নেমে দ্রুত পালিয়ে যায় চালক ও গাড়িতে থাকা অন্যরা। পুলিশ প্রাইভেট কারটি আটক করে তল্লাশি চালিয়ে কসটেপ দিয়ে প্যাঁচানো ৫০টি প্যাকেটে থাকা দুই মণ ২০ কেজি গাঁজা উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুশান্ত কুমার সাহা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close