নিজস্ব প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০১৭

ঘুম হারাম করা কারখানাটি সরানোর দাবি

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের আবাসিক এলাকায় অবস্থিত একটি সিলভার কারখানা সেখানকার মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা পরিবেশ অধিদফতরে লিখিত অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার তারা দ্রুত কারখানাটি সরিয়ে নিতে ওই কারখানার সামনেই মানববন্ধন করেন। ১৪ ইসলামবাগে মেসার্স বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রির এই সিলভার কারখানা থেকে সৃষ্ট কম্পনে আশপাশের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ। আশপাশের বহুতল ভবন থেকেও অনুভূত হয় ওই কারখানার কম্পন। যেকোনো সময় রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ছাড়া ওই কারখানা থেকে সৃষ্ট বিকট শব্দ ও নির্গত ধোঁয়ায় চারপাশের পরিবেশের বিপর্যয় ঘটার অভিযোগ করছেন। অভিযোগের ভিত্তিতে ২৯ নভেম্বরে মধ্যে ওই সিলভার কারখানাকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist