নিজস্ব প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০১৮

ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেল ১০ ব্যক্তি প্রতিষ্ঠান

ডিজিটাল বাংলাদেশ দিবস পালনের অংশ হিসেবে ছয় ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশ সম্মাননা। তথ্য ও প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

২০০৮ সালের ১২ ডিসেম্বর রূপকল্প ২০২১ এবং ডিজিটাল বাংলাদেশের ঘোষণাপত্র প্রণয়নের সময় ভূমিকা রাখা ও ডিজিটাল বাংলাদেশে নির্মাণে সহযোগিতার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া, তথ্যপ্রযুক্তি উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশে নির্মাণে অবদানের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটিএম ইমাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী মন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন এ সম্মাননা পান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close