reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২৪

সনি ফাইভ স্টার ভ্যাকেশন

জিতবে এবার সবাই

সনি র‍্যাংকস নামে বহুলভাবে পরিচিত প্রতিষ্ঠান র‍্যাংকস ইলেকট্রনিকস লিমিটেড, লালমাটিয়া র‍্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে, বাংলাদেশের সনি ফ্যানদের জন্য ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন : জিতবে এবার সবাই’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। এ বছরের সনি টিভির, ‘সিনেমা আসছে তোমার ঘরে’ থিমকে কেন্দ্র করে ২০২৪ সালের নতুন সনি বিআরএভিআইএ এলইডি টিভি ও ইউএলটি সিরিজের উদ্বোধন উপলক্ষে এই বিশেষ ক্যাম্পেইনের সূচনা। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close