![reporter](/templates/web-ps/images/rp_icon.png)
র্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি শেকৃবি উপাচার্যের
![](/assets/news_photos/2024/12/12/image-489547.jpg)
র্যাগিং, মাদক, গণরুম ও সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সদ্য ভর্তি হওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবকরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভায় তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ শেকৃবিকে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় দাবি করে প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণরূপে র্যাগিং, মাদক, গণরুম ও সেশনজটমুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় এক অভিভাবক বলেন, আমার ছেলে চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তি ক্যানসেল করে শেকৃবিতে ভর্তি হয়েছে শুধু র্যাগিংমুক্ত পরিবেশের প্রত্যাশায়। আমরা খোঁজ নিয়ে জেনেছি, এ ক্যাম্পাসে র্যাগিংয়ের কালচার নেই, গণরুম তুলে দেওয়া হয়েছে। আশা করি এটা অব্যাহত থাকবে। এছাড়াও অন্যান্য অভিভাবকবৃন্দ আবাসিক হলে স্বাস্থ্যসম্মত খাবার ও জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ বলেন, শেকৃবিতে শতভাগ আবাসিক সুবিধা রয়েছে। খাবারের মান আগের চেয়ে ভালো করা হয়েছে। প্রতিটি হলের লাইব্রেরিতে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে। ৪ বছরের মধ্যে যেন স্নাতক সম্পন্ন হয় সেভাবে আমরা পরিকল্পনা প্রণয়ন করব। অ্যান্টি র্যাগিং টিম গঠন করা হবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরূপে র্যাগিং, মাদক, গণরুম ও সেশনজটমুক্ত করা হবে। আমরা আপনাদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি।
"