রংপুর ব্যুরো
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন
হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু জেলা প্রশাসনের
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ, গণপূর্ত ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
হাসপাতালে পরিদর্শনে গিয়ে ওয়ার্ডগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া, ব্যবহার অনুপযোগী টয়লেটসহ পরিচ্ছন্নতা কার্যক্রম দেখে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল থেকে ৩০ কর্মচারী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে।
সম্প্রতি মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম ভেঙে পড়েছে। হাসপাতালের চিকিৎসাবান্ধব পরিবেশ তৈরিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।
রমেক হাসপাতালের উপপরিচালক ডা. আ ম আখতারুজ্জামান বলেন, ‘চুক্তিভিত্তিক কর্মচারীদের চুক্তি নবায়ন না হওয়ায় একটা সমস্যা দেখা দিয়েছে। আমাদের ৬৩ জন কর্মচারী পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে তাদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন হাসপাতাল রাখা সম্ভব না। এরপরও আমরা চেষ্টা করছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখেছি, কাজও অর্ধেক হয়ে গেছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘আমি রংপুরে যোগদানের পর থেকে শুনে আসছি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নোংরা পরিবেশ। দীর্ঘদিন ধরে ঠিকমতো ময়লা অপসারণ করা হয় না। জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতালের ভেতরে ও বাইরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আমরা নিজেদের লেবার দিয়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি।’
জেলা প্রশাসক জানান, হাসপাতালের গোসলখানা, শৌচাগার, ড্রেনেজ ব্যবস্থা, পানির লাইনে যেসব ত্রুটি রয়েছে সেগুলো মেরামতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকঠাক আছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণে রাখবে জেলা প্রশাসন।
"