খুলনা ব্যুরো

  ১৫ মার্চ, ২০২৩

খুলনা-মোংলা রেলপথ প্রকল্পের মেয়াদ বাড়ল

খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের মেয়াদ আরো এক দফা বাড়ল। তবে মেয়াদ বাড়ানো হলেও প্রকল্প ব্যয় বাড়ানো হয়নি। একনেক সভায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় ১২ হাজার ১৬৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প। খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের কর্মকর্তারা বলেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাসহ বিভিন্ন কারণে বিলম্ব হওয়ায় প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুলাই পর্যন্ত বৃদ্ধির জন্য আবেদন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close