এস এম হোসেন রানা, ইসলামপুর (জামালপুর)

  ০৪ ডিসেম্বর, ২০২২

ইসলামপুরে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা সমাধিস্থল

জামালপুরের ইসলামপুরে জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তান বীর সেনাদের সমাধির জন্য বিজয়ের এই মাসে কেন্দ্রীয় পৌর কবরস্থানে স্থায়ীভাবে আলাদা জায়গা নির্ধারণ করে রক্ষণাবেক্ষণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইসলামপুর কেন্দ্রীয় পৌর কবরস্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপির পরামর্শক্রমে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্দিষ্ট আলাদা সমাধিস্থল নির্ধারণ করে রক্ষণাবেক্ষণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আবদুন নাসের বাবুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আবদুল কাদের সেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা আ. বাছেত, মো. ওয়াজেদ, আ. সামাদ মিয়া, মো. সহিজল, আবু তাহের আবু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close