ক্রীড়া ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

উড়ছে ম্যানসিটি

জানুয়ারির শুরুতে চোট কাটিয়ে মাঠে ফেরার পর থেকে আগুনে ফর্মে আছেন কেভিন ডি ব্রুইনে। বেলজিয়ান মিডফিল্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে রীতিমতো উড়ছে ম্যানচেস্টার সিটি। কেবিডি ফিরতেই সাত ম্যাচের সবকটিতেই জিতেছে পেপ গার্দিওলার দল। এ সময়ে সিটি গোল করেছে কুড়িটি। যার ৯টিতেই জড়িয়ে থাকল ডি ব্রুইনের নাম। বেলজিয়ান সেনসেশন গোল করেছেন দুটি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো সাতটি। পরশু আবারও জ্বলে উঠলেন তিনি। তার দুরন্ত পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে এফসি কোপেনহেগেনের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ঘরে ফিরেছে সিটি। এ জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথ অনেকটাই সুগম করে ফেলল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী ৬ মার্চ সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

ম্যাচের শুরুতেই লিড নেয় ম্যানসিটি। ইংলিশ লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ডি ব্রুইনে। গোলের জোগান দেন ফিল ফোডেন। ৩৪ মিনিটে সিটিকে গোলের শোধ দেয় ডেনমার্কের ক্লাবটি। স্বাগতিকদের সমতায় ফেরান ম্যাটসন। বিরতিতে যাওয়ার আগে ফের লিড নেয় গার্দিওলার দল। ডি ব্রুইনের সহায়তায় স্কোর লাইন ২-১ করেন পর্তুগিজ তারকা বার্নাডো সিলভা। জয়ের জন্য এই গোলটাই যথেষ্ট ছিল।

কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরো এক গোল পায় সিটি। এবার ফোডেন নিজেই গোলদাতা। এ গোল হজম করায় সুতোয় ঝুলে গেল কোপেনহেগেনের টিকে থাকার ভাগ্য। অথচ গত মৌসুমে সিটিকে ভালোই ভুগিয়েছিল ডেনিশ ক্লাবটি। গ্রুপ পর্বে প্রথম লেগের ম্যাচে ৪-৩ গোলে হারলেও দ্বিতীয় লেগে সিটিকে গোলশূন্য ব্যবধানে রুখে দেয় কোপেনহেগেন। এবার তেমন লড়াই হলো না। সিটি আরো দুটি গোল পেতে পারত। কিন্তু ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে থাকলেন আর্লিং হাল্যান্ড। ম্যাচে একাধিক গোলের সুযোগ মিস করেছেন নরওয়েজান স্ট্রাইকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close