ক্রীড়া ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০২৪

রিয়াল মাদ্রিদকে হারিয়ে বদলা নিল অ্যাট. মাদ্রিদ

আট দিন আগে মাদ্রিদ ডার্বিতে যেমন উত্তেজনা-উত্তাপ ছড়িয়েছিল, সেটির পুনরাবৃত্তি হলো যেন আবার। দুবার পিছিয়ে পড়ে দুবারই সমতা টেনে ফের ম্যাচে অতিরিক্ত সময়ে টেনে নিল রিয়াল মাদ্রিদ। তবে এবার আর সেখানে পারল না তারা। কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থামিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ।

ওয়ান্দা মেট্রোপলিটনে বৃহস্পতিবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ ষোলোয় ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-২ ব্যবধানে জিতেছে দিয়েগো সিমেওনের দল। নির্ধারিত সময়ে ২-২ সমতা ছিল। সামুয়েল দিয়াস লিনোর গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে যাওয়ার পর তাদের গোলরক্ষক ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল। আলভারো মোরাতা স্বাগতিকদের ফের লিড এনে দেওয়ার পর সমতা টানেন হোসেলু। অতিরিক্ত সময়ে আন্তেনিও গ্রিজম্যান চমৎকার গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রদ্রিগো রিকেলমে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচই শুধু হেরেছিল রিয়াল, গত সেপ্টেম্বরে লা লিগায় অ্যাটলেটিকোর মাঠে। সেই মেট্রোপলিটনে ফিরে আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল। ছেদ পড়ল তাদের ২১ ম্যাচের অপরাজেয় যাত্রায়। কোপা দেল রের শিরোপাধারীদের পথচলা থেমে গেল শেষ ষোলোতেই।

গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপে অতিরিক্ত সময়ে গড়ানো সেমিফাইনালে অ্যাটলেটিকোকে ৫-৩ গোলে হারিয়েছিল রিয়াল। পরে ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে তারা পায় ট্রফির স্বাদ। এরপর প্রথমবার মাঠে নেমেই এ হার। এ মৌসুমে ঘরের মাঠে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখল অ্যাটলেটিকো। সব প্রতিযোগিতা মিলিয়ে এখানে ১৪ ম্যাচের ১৩টি জিতল তারা, অন্যটি ড্র।

প্রথম কয়েক মিনিটে দুদলই মাঝমাঠে পজিশন ধরে রেখে খেলার চেষ্টা করে। দ্বাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় রিয়াল। লুকা মদ্রিচের ক্রস পেয়ে বক্সে প্রতিপক্ষের দুজনের বাধা এড়িয়ে বাঁপায়ে জোরালো শট নেন জুডে বেলিংহ্যাম, বল অ্যাটলেটিকোর আক্সেল উইটসেলের পা ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বল উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন অরক্ষিত ভিনিসিউস জুনিয়র। ২০ মিনিটে দুর্দান্ত ডাবল সেভে জাল অক্ষত রাখেন ওবলাক। পেনাল্টি স্পটের কাছ থেকে রদ্রিগোর শট ঝাঁপিয়ে ঠেকানোর পর কাছ থেকে ভিনিসিউসের প্রচেষ্টাও রুখে দেন তিনি। আরেকটি রুদ্ধশ্বাস মাদ্রিদ ডার্বি, রিয়ালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাঝে কিছু হাফ-চান্স নষ্ট করা অ্যাটলেটিকো ৩৯ মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায়। রদ্রিগো দে পলের ক্রসে গ্রিজমানের মাথা ছুঁয়ে আসা বল হেডে ক্লিয়ার করার চেষ্টায় উল্টো নিজেদের দিকে ঠেলে দেন রিয়ালের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। আর দূরের পোস্টে হাফ ভলিতে গোলটি করেন লিনো। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের ভুলে গোল হজম করে অ্যাটলেটিকো মাদ্রিদ, সমতার স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। মদ্রিচের ফ্রি-কিক এগিয়ে এসে কয়েক জনের মাথার ওপরে হাত বাড়িয়ে পাঞ্চ করতে যান ওবলাক, বল তার হাতের ওপরের দিকে লেগে নিজেদের জালেই জড়ায় আত্মঘাতী গোল!

বিরতির পর বেশিক্ষণ থাকেনি রিয়ালের সে স্বস্তি। এবার নিজেদের ভুলে গোল হজম করে তারাও। ৫৮তম মিনিটে অ্যাটলেটিকোর একজনের শট কামাভিঙ্গার পায়ে লেগে বল যায় রিয়ালের বক্সে। গোলরক্ষক আন্দ্রি লুনিন এগিয়ে এসে শুয়ে পড়ে হাত বাড়িয়ে বিপদমুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু রুডিগায়ের পায়ে লেগে বল যায় রিয়ালের জালের দিকে, অরক্ষিত মোরাতা ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি।

৭৫ মিনিটে সুযোগ আসে রিয়ালের সামনে। রদ্রিগোর শট অ্যাটলেটিকোর খেলোয়াড়ের পায়ে লেগে ক্রসবারে বাধা পায়। ৮০তম মিনিটে মোরাতার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে ব্যবধান বাড়াতে দেননি লুনিন।

আরেকটি রুদ্ধশ্বাস মাদ্রিদ ডার্বি, রিয়ালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close