ক্রীড়া ডেস্ক

  ০৩ অক্টোবর, ২০২২

বার্সেলোনার কষ্টার্জিত জয়

চলমান মৌসুমে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে। অবশ্য একাধিকবার ওঠানামার পর চূড়ায় থেকেই আন্তর্জাতিক বিরতিতে যায় কার্লো আনচেলত্তির লস ব্লাঙ্কোস শিবির। তবে পুনরায় লিগ শুরু হতেই জায়ান্টদের হটিয়ে ফের শীর্ষস্থান দখলে নিয়েছে কাতালানরা।

নিজেদের সপ্তম লিগ ম্যাচে মায়োর্কাকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ সন ময়েক্স স্টেডিয়ামে সফরকারীদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্তো লেভানডফস্কি। স্পেনের শীর্ষ লিগের চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ব্লুগ্রানাররা। এক ড্রয়ের বিপরীতে ছয়টিতে জিতেছে বার্সেলোনা। বার্সেলোনার জার্সি গায়ে তুলেই স্বরূপে ফিরলেন লেভানডফস্কি। নতুন ক্লাবের হয়ে এটা তার নবম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে কাতালানদের হয়ে করেছেন ১২ গোল। অথচ উয়েফা নেশন্স লিগের সবশেষ দুটি ম্যাচে পোল্যান্ডের হয়ে একবারও জালের দেখা পাননি সাবেক বায়ার্ন মিউনিখ তারকা। সাত ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ১৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলেছে দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ। গ্যালাকটিকোদের নামের পাশে আছে ১৮ পয়েন্ট। দুই পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে অবস্থান করছে অ্যাটলেটিক ক্লাব।

আন্তর্জাতিক বিরতিতে গিয়ে পাঁচ ফুটবলারকে হারিয়েছে বার্সেলোনা। ইনজুরির কারণে ছিটকে গেছেন রেনালদ আরাহো, জুলস কোন্দ, মেম্ফিস ডিপেই, ফ্র্যাঙ্কি ডি জং ও হ্যাক্টর বেইয়ারিন। এরপরও একাদশ সাজাতে কোনো সমস্যা পড়তে হয়নি জাভি হার্নান্দেজের। তবে দুর্বল দলটির বিপক্ষে আধিপত্য দেখাতে পারেনি বার্সেলোনা। ২০ মিনিটে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটা করেন লেভানডফস্কি। আনসু ফাতির বাড়ানো বল প্রতিপক্ষের ডি বক্সে টেনে নিয়ে বাঁকানো শটে জালে জড়ান ৩৪ বছর বয়সি ফুটবলার। ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে ব্যবধানে বাড়াতে পারেনি অতিথিরা। বিরতির পর তো জায়ান্টদের চেপে রেখেছিল মায়োর্কা। রক্ষণভাগ এবং মার্ক আন্দ্রে টের স্টেগানের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোল হজম করতে হয়নি জাভির দলকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close