ক্রীড়া ডেস্ক

  ২২ সেপ্টেম্বর, ২০২২

সাফ জয়ী দলকে বিসিবির অর্ধকোটি টাকা পুরস্কার

নেপালকে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের দলের এমন সাফল্যে গোটা দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশকে গর্বিত করায় নারী দলের প্রতি খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিও। মেয়েদের জন্য মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

পুরস্কার হিসেবে নারী ফুটবল দলকে নগদ ৫০ লাখ টাকা দেবে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। এক বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ১৯ সেপ্টেম্বর নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া জাতীয় মহিলা ফুটবল দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।’

এর কিছুক্ষণ পর বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার কাছ থেকেও পুরস্কারের ঘোষণা পেলেন সাফ-জয়ী মেয়েরা।

বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া সাফ-জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বিমানবন্দরে মেয়েদের বরণ করতে গিয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন আতাউর রহমান ভূঁইয়া। নিজের প্রতিষ্ঠান তমা গ্রুপের পক্ষ থেকে এ পুরস্কার দেবেন আতাউর রহমান। সেই সঙ্গে নারীদের সাফ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাফুফের সহসভাপতি।

মেয়েদের প্রশংসা করে বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দল অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

পাপন আরো বলেন, ‘আমি নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়নশিপের এই সাফল্য দেশের সব ক্রীড়াবিদ, বিশেষ করে নারীদের অনেক উজ্জীবিত করবে। ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্য আনার পেছনে এটা অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শামসুন্নার জুনিয়রের গোলে ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ান তরুণ ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। বিরতির পর একটা গোলের শোধ দেয় হিমালয় কন্যারা। কিন্তু কৃষ্ণা দ্বিতীয়বারের মতো জালে বল জাড়লে সব আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close