ক্রীড়া ডেস্ক

  ০৯ মে, ২০২২

ফ্রেঞ্চ কাপ নঁতের ঘরে

বাইশ বছরের মধ্যে প্রথমবারের মতো ফ্রেঞ্চ কাপ জয় করল নঁতে। পরশু রাতে স্তাদে ডি ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে নিসকে। ম্যাচের ৪৭ মিনিটে পেনাল্টি থেকে নঁতের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন লুডোভিক ব্লাস। ২০০১ সালে লিগ ওয়ানের শিরোপা জয়ের পর এটি তাদের বড় কোনো শিরোপা। নঁতের কোচ আতোয়ান কম্বোয়ার বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি যে আমি নঁতের প্রশিক্ষণ দেব এবং শিরোপা জয় করব।’ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দায়িত্ব কাতারি মালিকানায় যাওয়ার পর প্রথম ক্লাবটির কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি।

কম্বোয়ার বলেন, ‘আমরা কোথাও ছিলাম না। আমরা গত বছর লিগ-২ শেষ করতাম। এখন আমরা ইউরোপা লিগ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছি। এটি বিশ্বাস করা কঠিন। এটি অবিশ্বাস্য এবং প্রায় অলৌকিক ঘটনা মনে হচ্ছে।’

গত মৌসুমে প্লে অফ খেলে রেলিগেশন থেকে মুক্তি পেয়েছিল নঁতে। আর দলটিই চতুর্থবারের মতো লাভ করেছে ফ্রেঞ্চকাপের ট্রফি। সেই সঙ্গে প্রায় দুই দশকের মধ্যে প্রথমবার ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close