আল আমিন মুহাম্মাদ
১৫ জানুয়ারি, ২০২২
নতুন বই

নতুন ক্লাসে ভর্তি হলাম নতুন সাথী বই
বাবা-মায়ের আদেশ- আমি, মানুষ যেন হই।
ফেলে আসা দিনের খাতায় আঁকা যত ভুল
শুধরে নিলে সফল হব এটাই কৃতির মূল।
নতুন বইয়ের ঘ্রাণে মনে স্বপ্ন করে ভিড়
বিদ্যা শিখে সমাজটাকে গড়ব সুখের নীড়।
নতুন পাতায় নতুন পড়া পড়তে লাগে বেশ!
নতুন কিছু শিখে এবার গড়ব সোনার দেশ।
নতুন বই হাতে নিয়ে সবাই নিল শপথ
ফুলের মতো গড়বে তারা জীবন চলার পথ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন