পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ১২ এপ্রিল, ২০২১

বাবার দেহ নিতে অস্বীকার ছেলের

শেষকৃত্য করলেন মুসলিম যুবক

বাবার মৃত্যু হয়েছিল করোনাভাইরাসে। কিন্তু ছেলে কোনো আগ্রহ দেখাননি বাবার দেহ নেওয়ার ব্যাপারে। সোজ জানিয়েও দেন তার পক্ষে বাবার শেষকৃত্য সম্পন্ন করা সম্ভব নয়। শেষ পর্যন্ত মৃতের শেষকৃত্য সম্পন্ন করল এক সংগঠন। আর সেই শেষকৃত্যের কাজে অংশ নিলেন এক মুসলিম যুবক। এমনই ঘটনার সাক্ষী থাকল বিহারের দ্বারভাঙা। লিখিত আবেদনপত্র জমা দেন ছেলে। দাবি করেন, তার পর্যাপ্ত লোকবল নেই। ফলে তার পক্ষে বাবার শেষকৃত্য করা সম্ভব নয়। এরপরই তিনি ফোন বন্ধ করে দেন। বেরিয়েও যান হাসপাতাল থেকে। জানা গেছে, মৃত ব্যক্তির স্ত্রী জীবিত। কিন্তু তিনিও করোনায় আক্রান্ত। কেবল তিনিই নন, ওই পরিবারের সবাই সংক্রমিত। তবে ছেলেটি করোনা আক্রান্ত নন। তবুও বাবার শেষকৃত্য করার বিষয়টি এড়িয়েই তিনি হাসপাতাল থেকে সটকে পড়েন। বেগতিক দেখে কবীর সেবা প্রতিষ্ঠানে খবর দেওয়া হয়। তারাই শেষ পর্যন্ত দাহ করে বৃদ্ধের দেহ। মধ্যরাতে সম্পন্ন হয় শেষকৃত্য। হিন্দু মুসলিমরাই নন, হিন্দু সদস্যরাও যোগ দেন তাতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close