আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ মার্চ, ২০২০

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ২৭ মার্চ শুক্রবার দিবাগত রাতে জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫১৪ জন। এরমধ্যে ১ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৪৬৫ জন। আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতোমধ্যেই ইতালি, চীন ও স্পেনের মতো দেশগুলোকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।

ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close