আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জুলাই, ২০১৯

ট্রাম্পের ‘বর্ণবাদী’ মন্তব্যের নিন্দা প্রতিনিধি পরিষদের

কংগ্রেসের চার নারী ডেমোক্রেট সদস্যকে উদ্দেশ্য করে ‘বর্ণবাদী মন্তব্য’ করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ট্রাম্প ও রিপাবলিকান দলের যারা তার পক্ষ নিয়েছিলেন প্রতীকীভাবে তাদের লজ্জা দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে পক্ষে ২৪০ ও বিপক্ষে ১৮৭ ভোট পড়ে। মূলত পার্টি লাইনের ওপর ভিত্তি করেই এ ফল দাঁড়ায়।

ডেমোক্রেটদের মধ্যে বাম ঘরানার হিসেবে পরিচিত ওই চার সংখ্যালঘু নারী প্রতিনিধির নাম উল্লেখ না করে রোববারের টুইটে ট্রাম্প ‘যেসব ব্যর্থ ও অপরাধপ্রবণ দেশ থেকে তারা এসেছে, তাদের সেখানে চলে যাওয়ার’ পরামর্শ দিয়েছিলেন।

এ নিয়ে ব্যাপক সমালোচনামূলক প্রতিক্রিয়া দেখা দেয় এবং তিন দিন ধরে তা অব্যাহত থাকে। এ সময় রাজধানী ওয়াশিংটনে অন্যান্য বিষয় থেকে এ বিষয়টিই আলোচনায় প্রাধান্য পেলেও তা ট্রাম্পের সার্বিক জনপ্রিয়তায় তেমন কোনো প্রভাব ফেলেনি বলে রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের এক জরিপে লক্ষ করা গেছে। আগামী বছর ফের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। ডেমোক্রেট দলীয় কংগ্রেসওম্যান নিউইয়র্কের আলেকজান্ড্রিয়া ওকাসিও-কোর্তেজ, মিনেসোটার ইলহান ওমর, ম্যাসাচুসেটসের আইয়ানা প্রেসলি ও মিশিগানের রাশিদা তালিবÑ এরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের মধ্যে তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সহজেই নিন্দা প্রস্তাবটি পাস হয়।

প্রস্তাবে বলা হয়, প্রতিনিধি পরিষদ জোরালোভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের নিন্দা করছে। তার এসব মন্তব্য নতুন আমেরিকান ও ভিন্ন বর্ণের লোকদের প্রতি ভয় ও ঘৃণাকে বৈধতা দিয়ে তা বাড়িয়ে তুলবে।

ভোটাভুটিতে চার রিপাবলিকান দলীয় সদস্য ও একজন স্বতন্ত্র সদস্য ডেমোক্রেটদের সঙ্গে মিলে প্রস্তাবের পক্ষে ভোট দেন।

হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও গভীর রাতে এক টুইটে ট্রাম্প বলেন, চার ডেমোক্রেট কংগ্রেসওম্যানের বিষয়ে আমি যে বিবৃতি দিয়েছি, তা নিয়ে আজকের ভোটে রিপাবলিকান পার্টি যেমন ঐক্যবদ্ধ ছিল, তা দেখে গর্ববোধ করছি।

যে চার নারী কংগ্রেসওম্যানকে ট্রাম্প আক্রমণ করে কথা বলেছেন তারা ‘দ্য স্কোয়াড’ হিসেবে পরিচিত। এই নারীরা ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ওই নির্বাচনে মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্রেট হাতে চলে যায়।

এই নিয়ন্ত্রণের বলে ট্রাম্পের আইনি এজেন্ডা ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ডেমোক্রেটরা। তাই তাদের মধ্যে বিভক্তি তৈরি করতেই ট্রাম্প উদ্দেশ্যমূলকভাবে ‘দ্য স্কোয়াডকে’ আক্রমণ করেছিলেন বলে মনে করা হচ্ছে। কারণ এর আগের সপ্তাহে ডেমোক্রেট দলীয় প্রগতিশীল এই চার নারী প্রতিনিধির সঙ্গে প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্রেট দলীয় নেত্রী ন্যান্সি পেলোসির তীব্র মতদ্বৈততা তৈরি হয়েছিল।

কিন্তু ট্রাম্পের ওই উদ্দেশ্য সফল হয়নি। স্পিকার পেলোসি তার দলের ওই চার নারী প্রতিনিধির পাশে দাঁড়িয়ে ট্রাম্পর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close