আন্তর্জাতিক ডেস্ক

  ২০ এপ্রিল, ২০১৯

গাঁদা ফুলে সাজানো গরুর গাড়িতে প্রার্থী

হুড খোলা গাড়ি থেকে সাইকেলÑ বাদ নেই কিছুই। কিছুদিন আগে পাত্রসায়রে চেপেছিলেন ঘোড়ার পিঠে। বিরোধীদের অবশ্য দাবি, সেটা ছিল খচ্চর। সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম চর্চাও হয়নি। এবার রবিবাসরীয় প্রচারে দিনটা তিনি কাটালেন গাঁদা ফুলে সাজানো গরুর গাড়িতে। প্রচারে বারবার বাহন পাল্টে কার্যত নজির তৈরি করে ফেলেছেন বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা।

এ দিন সকালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রামে প্রচারে যান তিনি। তার প্রচারের জন্য আগে থেকেই গাঁদা ফুলে সাজানো ছিল তিনটি গরুর গাড়ি। প্রার্থীকে দলীয় কর্মীরা রজনীগন্ধার মালা পরিয়ে বরণ করেন। তারপরেই শ্যামলবাবু একেবারে সামনের গরুর গাড়িতে চালকের ঠিক পেছনে বসে পড়েন। সার দিয়ে গ্রামের ঢালাই রাস্তা ধরে চলতে থাকে গরুর গাড়ি।

গাড়ি থেকেই গ্রামবাসীর উদ্দেশ্যে হাত জোড় করে ‘নমস্কার’ বলতে বলতে পার হয়ে যান প্রার্থী। প্রচার দেখতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসেন। শ্যামলবাবু বলেন, ভোট গণতন্ত্রের বড় উৎসব। কর্মীরা তাই বর্ণময় প্রচারের আয়োজন করছেন। তাদের আবদার মানতেই হবে।

শ্যামলের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ অবশ্য হাইকোর্টের নির্দেশে জেলায় ঢুকতে পারছেন না। তাই তিনি বিষ্ণুপুর কেন্দ্রের আওতায় থাকা পূর্ব-বর্ধমান জেলার খন্ডঘোষ বিধানসভার গলসি ব্লকে এ দিন দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালালেন। আর স্বামীর অনুপস্থিতিতে তার হয়ে জেলায় প্রচারে নেমেছেন স্ত্রী সুজাতা মন্ডল খাঁ। এ দিন সুজাতা ওন্দা বিধানসভার বিভিন্ন গ্রামে বিজেপি নেতৃত্বের সঙ্গে প্রচারে যান। স্থানীয় একটি শিব মন্দিরে পুজোও দেন। সুজাতা দাবি করেন, বিষ্ণুপুর কেন্দ্রের মানুষ সৌমিত্রকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। প্রচারে বেরিয়ে মানুষের দারুণ সাড়া পাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close