আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০১৮

প্রতিবন্ধীদের কানা-লুলা-বোবা বলা যাবে না

প্রতিবন্ধীবিষয়ক কতিপয় শব্দের ওপর নিষেধাজ্ঞা এনে এক যুগান্তকারী রায় দিয়েছেন পাকিস্তানের লাহোর হাইকোর্ট। একটি আপিলের শুনানি নিয়ে বেশ কয়েকটি শব্দ নিষিদ্ধ এবং এসব শব্দের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে সরকারকে আদেশ দিয়েছেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মনসুর আলী শাহ। অন্ধ বা কানা, ল্যাংড়া, কালা ও বোবাÑএই শব্দগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা এলো আদালতের পক্ষ থেকে। সেই সঙ্গে হাইকোর্ট পাকিস্তানের প্রতিবন্ধী ব্যক্তি (কর্মসংস্থান ও পুনর্বাসন) আইন ১৯৮১ সংশোধনেরও নির্দেশ দেন। একই সঙ্গে এই ধরনের শারীরিক প্রতিবন্ধীদের ‘বিশেষ ব্যক্তি’ হিসেবে বিবেচনা করাতে এবং ভিন্নভাবে সক্ষম বা ডিফারেন্টলি-এবলড বলতেও নির্দেশ দেন আদালত। দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্ষেত্রে ‘ভিজ্যুয়ালি ইম্পায়ার্ড’ শব্দটি ব্যবহারেরও নির্দেশ দেন আদালত। এর আগে, পাকিস্তানের আইন মন্ত্রণালয় ও পাঞ্জাবের প্রাদেশিক সরকারকে বিবাদী করে একটি পিটিশন দাখিল করেন ব্যারিস্টার আসফান্দ খান তারিন। সেই পিটিশনের শুনানি শেষে বিবাদীদের প্রতি গতকাল এই রুল জারি করেন লাহোর হাইকোর্ট। বিবাদীপক্ষের আইনজীবী ও সমাজকল্যাণ বিভাগের কৌঁসুলি তারিক ইসমাইল আদালতকে আশ্বস্ত করে বলেন, খুব শিগগিরই তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist