ডা. মফিজুর রহমান রাজীব

  ২১ সেপ্টেম্বর, ২০১৭

ডায়াবেটিস নিয়ে যত ভুল

এক দিন এক দম্পতি প্রায় মারামারি করতে করতে চেম্বারে ঢুকল, মারামারির বিষয় ইনসুলিন। মেয়েটির বাবার ডায়াবেটিস ধরা পড়েছে এবং রক্তে গ্লুুকোজের মাত্রা অনেক বেশি, তাকে এক চিকিৎসক ইনসুলিন দিয়েছেন; কিন্তু মেয়ে এবং মেয়ের বাবা কেউই ইনসুলিন নিতে রাজি নন। কারণ তাদের ধারণা, একবার ইনসুলিন নিতে শুরু করলে সারা জীবন ইনসুলিন নিতে হবে। তাদের পাশের বাসার চাচার ডায়াবেটিস ধরা পড়েছে ২০ বছর, এতদিন ওষুধ খেতেন; কিন্তু কিছু দিন আগে তাকে ইনসুলিন দেওয়া হয়েছে এবং এখন ডাক্তার বলছেন, তাকে সারা জীবন ইনসুলিন নিতে হবে। সুতরাং তার বাবাকে একবার ইনসুলিন দিতে শুরু করলে সারা জীবন ইনসুলিন নিতে হবে। তারা তাই ইনসুলিন নিতে রাজি নন। মেয়েটির জামাই তাকে আমার কাছে নিয়ে এসেছে আমি যেন তাদের ব্যাপারটা বুঝিয়ে বলি। এ ধরনের ভ্রান্ত ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে, একবার ইনসুলিন নেওয়া শুরু করলে সারা জীবন ইনসুলিন নিতে হবে। কথাটি একটুও সত্য নয়। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হলে, সেকেন্ডারি ড্রাগ ফেইলিউর, টাইপ ১ ডায়াবেটিস, জরুরি অপারেশন, গর্ভাবস্থায় ও ল্যাকটেটিং মাদার, কোনো কারণে মুখে খাবার ওষুধ (যেমন কিডনি ফেইলিউর) না দেওয়া গেলে- এসব ক্ষেত্র ছাড়া অন্য যেকোনো ক্ষেত্রে ইনসুলিন থেকে অনায়াসে আমরা পরবর্তী সময়ে মুখে খাবার ওষুধে চলে যেতে পারি।

ডায়াবেটিস সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণাগুলো হলো-

শুধু ধনীদের ডায়াবেটিস হয়।

শুধু বয়স্কদের ডায়াবেটিস হয়।

শুধু শহরের লোকদের ডায়াবেটিস হয়।

ডায়াবেটিস ছোঁয়াচে।

ডায়াবেটিস একটি অভিশাপ।

শারীরিক মিলনে ডায়াবেটিস হয়।

শুধু মোটা লোকদের ডায়াবেটিস হয়।

ডায়াবেটিস হলে মাটির নিচের খাবার খাওয়া যায় না।

ডায়াবেটিস হলে বিশেষ ধরনের খাবার খেতে হয়।

টক ও তিতা জাতীয় খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর।

রক্তের গ্লুুকোজ নিয়ন্ত্রণে এলে ডায়াবেটিস ভালো হয়ে যায়।

একবার ইনসুলিন নিতে শুরু করলে সারা জীবন ইনসুলিন নিতে হয়।

ইনসুলিন নিলে যৌনক্ষমতা কমে যায়।

ইনসুলিন নিলে দৃষ্টিশক্তি কমে যায়।

শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেই শুধু ইনসুলিন নিতে হয়।

ইনসুলিন নেওয়া অত্যন্ত কষ্টদায়ক।

ডায়াবেটিক মহিলাদের গর্ভধারণ করা উচিত নয়।

ডায়াবেটিক মায়ের সন্তান ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করে। ডায়াবেটিক শিশুদের স্বাভাবিক বৃদ্ধি হয় না।

ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব নয়।

উপরের কথাগুলো সবই ভ্রান্ত এবং একটিও সত্য নয়।

লেখক :

হৃদরোগ, ফ্যামিলি মেডিসিন ও ডায়াবেটিস চিকিৎসক

খিলগাঁও ডায়াবেটিক ও স্পেশালাইজড ডক্টরস চেম্বার

খিলগাঁও চৌরাস্তা, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist