ডা. মহসীন কবির

  ১০ জানুয়ারি, ২০১৮

রক্তে চর্বি ও হার্ট অ্যাটাক

অনেকের শরীরে বিভিন্ন রক্তনালিতে চর্বি জমে। এ চর্বি জমার কারণে দেহে বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ কমতে থাকে। সাধারণত হার্টের রক্তনালিগুলোর ভেতরের আবরণে চর্বি জমার পরিমাণের ওপর হার্ট অ্যাটাকের সম্ভাবনা নির্ভর করে। যার শরীরের রক্তনালিগুলোর ভেতরের আবরণে চর্বি জমার পরিমাণ বেশি সে হার্ট অ্যাটাকের সর্বোচ্চ ঝুঁকিতে থাকে। এ জমাকৃত চর্বির কারণে রক্তনালির ভেতরের আবরণ ফেটে যায় এবং এ জন্য সেখানে রক্ত জমাট বেঁধে রক্তনালির সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। রক্ত সরবরাহ কম হওয়ায় হার্টের মাংসপেশি নষ্ট হতে থাকে এবং একসময় হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের সময় সাধারণত বুকের মাঝখানে ব্যথা হয়। কখনো কখনো বুক চেপে আসা, বুক ভারী লাগা, বুক জ্বলে যাওয়ার মতো উপসর্গ হতে পারে। বসা, শোয়া অবস্থায়ও ব্যথা হয়, ব্যথাটা বাঁ হাতে, গলায়, পেছনে ছড়িয়ে যেতে পারে। ব্যথার সঙ্গে ঘাম, বমি হওয়া ও শ্বাস বন্ধ হয়ে আসতে পারে। হার্টের রক্তনালিতে চর্বি জমার প্রধান কারণগুলো হলো, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা, অতিরিক্ত খাওয়া ও খাওয়ার পরপর শারীরিক পরিশ্রম করা, একসঙ্গে অতিরিক্ত ধূমপান করা, নিদ্রাহীনতা, অতিরিক্ত দুশ্চিন্তা করা, হঠাৎ উত্তেজিত হওয়া বা রেগে যাওয়া, শরীরে যেকোনো ধরনের ইনফেকশন। এ ছাড়া ডায়াবেটিস ও হাইপারটেনশনে আক্রান্ত হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে যা করতে হবেÑযেসব কারণে রক্তনালির আবরণ ফেটে যায়, সেগুলোকে এড়িয়ে চলা, নিয়মিত হাঁটা। কারণ হাঁটলে হার্টে নতুন নতুন রক্তনালি তৈরি হয়, যাদের বয়স ৪০ বছর পার হয়ে গেছে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি তারা নিয়মিত অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেতে পারেন। রক্তে কোলেস্টরলের মাত্রা বেশি থাকলে তা কমাতে হবে, হাইপারটেনশন কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপায়ীদের ধূমপান বর্জন করতে হবে, তৈলাক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, মদ্যপান ছাড়তে হবে এবং দৈনন্দিন জীবনযাপন ও খাওয়া-দাওয়ার পরিবর্তন আনতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist