চট্টগ্রাম ব্যুরো

  ১০ মে, ২০২৪

চট্টগ্রামে বিমান বিধ্বস্ত পাইলট নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের আহত দুই বৈমানিকের একজন নিহত হয়েছেন। আহত অপর বৈমানিক চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালের চিকিৎসক দুপুর ১২টায় ওই পাইলটকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানে দুজন পাইলট ছিলেন। এর মধ্যে উইং কমান্ডার সুহান আহত অবস্থায় জহুরুল হক ঘাঁটির মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসাধীন। আর গুরুতর আহত স্কোয়াড্রন লিডার আসীম জাওয়াদ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়।

জানা গেছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুই পাইলট প্যারাসুট দিয়ে নেমে যান। নিচে নামার সময় তারা আহত হন। একপর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলের পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনাকবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানবাহিনীর যুদ্ধবিমান ইয়াক-১৩০ নিয়ে পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ ও উইং কমান্ডার সুহান আকাশে ওড়েন। রাশিয়ায় নির্মিত এ বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। এ সময় দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বের হয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে বিমানটি ওড়া অবস্থায় আগুন ধরে গেলে আশপাশের মানুষ ভিডিও করেন। অনেকে পাইলটদের বাঁচাতে নদীতেও ঝাঁপ দেন। বিমানে আগুন লাগার ঘটনার পরপরই নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ তাদের উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকারী দল উইং কমান্ডার সুহানের সঙ্গে কথা বলতে পারলেও গুরুতর আহত ছিলেন স্কোয়াড্রন লিডার আসীম জাওয়াদ। দ্রুত তাদের নিয়ে যাওয়া হয় পাশের নেভি হাসপাতালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close