নিজস্ব প্রতিবেদক

  ২৬ মার্চ, ২০২৩

আজ শত শিশু গাইবে ‘জয় বাংলা বাংলার জয়’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শত শিশুর কণ্ঠে ‘জয় বাংলা বাংলার জয়’- এই কালজয়ী গান পরিবেশিত হবে।

আজ রবিবার (২৬ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে পার্থ বড়ুয়া ও নিশীতা বড়ুয়ার নেতৃত্বে শিশুরা সম্মিলিতভাবে গান গাইবে।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close