প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

পিকেএসএফে একাধিক পদে চাকরি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘ইসিসিসিপি-ড্রাউট’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট, জিওলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, আরবান প্ল্যানিং, ফরেস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ক্লাইমেট চেঞ্জ, ড্রাউট, ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট অথবা হাইড্রোলজি বিষয়ে এমফিল/পিএইচডি ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ওয়াটার রিসোর্সেস বা অ্যাগ্রিকালচার সেক্টরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জিআইএস-বেজড সিস্টেমে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে

হবে। ইভ্যালুয়েশন মেথডোলজি বিষয়ে জানাশোনা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। জিআইএস, এসপিএসএস ও এসটিএটিএ সফটওয়্যারের কাজ জানতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ড্রাউট, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন, ওয়াটার ম্যানেজমেন্ট ও অ্যাগ্রিকালচার বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া উৎসব বোনাস, নববর্ষ ভাতা, মুঠোফোন বিল, গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

২. পদের নাম: প্রকিউরমেন্ট স্পেশালিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা প্রকিউরমেন্ট চেইন ম্যানেজমেন্ট, লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আইন, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে অন্তত তিন সপ্তাহের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮ বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমসিআইপিএস ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরসহ মোট ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া উৎসব বোনাস, নববর্ষ ভাতা, মুঠোফোন বিল, গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের https://recruitment.pksf.org.bd/viewCircular?id=18 লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ ফেব্রুয়ারি

২০২৪।

সূত্র : প্রথম আলো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close