প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক

  ০১ জুলাই, ২০২২

৩৭৪ বেসামরিক কর্মী নেবে বিমানবাহিনী

৪৩ ধরনের বেসামরিক পদে মোট ৩৭৪ জন নিয়োগ দেবে বাংলাদেশ বিমানবাহিনী। পদভেদে ন্যূনতম যোগ্যতা জেএসসি থেকে স্নাতক। তবে অধিকাংশ পদে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

আবেদন করতে হবে অনলাইনে (https://joinairforce.baf.mil.bd) ২৬ জুন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ জুলাই ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।

কোন পদে কতজন

১। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-৫টি

২। গবেষণাগার সহকারী-৪টি

৩। নকশাকার-৩টি

৪। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০টি

৫। স্টোরম্যান-৬টি

৬। মিডওয়াইফ-২টি

৭। ফায়ার ফাইটার-৪টি

৮। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার-১৯টি

৯। মিস্ত্রি ক্লাস-১ (ইঞ্জিন ফিটার)-৭টি

১০। মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার)-৩টি

১১। মিস্ত্রি ক্লাস-১ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার)-৩টি

১২। মিস্ত্রি ক্লাস-১ (ওয়্যারলেস ফিটার)-১০টি

১৩। মিস্ত্রি ক্লাস-১ (ইন্সট্রুমেন্ট ফিটার)-৭টি

১৪। মিস্ত্রি ক্লাস-২ (এয়ারফ্রেম মেকানিক)-৩টি

১৫। মিস্ত্রি ক্লাস-২ (আর্মমেন্ট মেকানিক)-৪টি

১৬। মিস্ত্রি ক্লাস-২ (জেনারেটর মেকানিক)-৫টি

১৭। মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক)-১১টি

১৮। মিস্ত্রি ক্লাস-২ (মেকানিক্যাল ট্রানস্পর্ট মেকানিক)-২৬টি

১৯। মিস্ত্রি ক্লাস-২ (ওয়ারলেস মেকানিক)-৩টি

২০। মিস্ত্রি ক্লাস-২ (ইন্সট্রুমেন্ট মেকানিক)-৩টি

২১। মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার)-৯টি

২২। মিস্ত্রি ক্লাস-২ (কার্পেন্টার)-৮টি

২৩। মিস্ত্রি ক্লাস-২ (প্রিন্টার)-৮টি

২৪। মিস্ত্রি ক্লাস-২ (ওয়েল্ডার)-৫টি

২৫। মিস্ত্রি ক্লাস-২ (বাইন্ডার)-২টি

২৬। স্ত্রি ক্লাস-২ (এয়ারফেম মেকানিক)-২টি

২৭। অফিস সহায়ক-২৪টি

২৮। লস্কর-৪২টি

২৯। বাবুর্চি-২৫টি

৩০। লস্কর অ্যান্টিম্যালেরিয়া-৬টি

৩১। লস্কর এয়ারক্রাফট-৪টি

৩২। মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার-১০টি

৩৩। লস্কর পোর্ট মার্কার-১টি

৩৪। মেসওয়েটার-১৭টি

৩৫। লস্কর বার্ডশুটার-৩টি

৩৬। ওয়াচম্যান-৪টি

৩৭। লস্কর ওয়ার্ড বয়-১টি

৩৮। ওয়াসার আপ-১৬টি

৩৯। মালি-১০টি

৪০। ওয়াটার ক্যারিয়ার-৩টি

৪১। আয়া-১টি

৪২। পরিছন্নতাকর্মী-১৪টি

৪৩। নস্কর ফায়ার-৮টি

আবেদন ফি : পদভেদে আবেদন ফি ১০০ টাকা (১-২৬ ক্রমিকের পদের ক্ষেত্রে) ও ৫০ টাকা (২৭-৪৩ ক্রমিকের পদ) জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা অন্যান্য মাধ্যমে ফি জমা দেওয়ার ক্ষেত্রে এর সঙ্গে সার্ভিস চার্জ দিতে হবে প্রার্থীকে।

সূত্র : কালের কণ্ঠ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close