চাকরি ডেস্ক

  ০৪ জানুয়ারি, ২০১৯

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি

* বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষণ কর্মকর্তা, ১টি। বাণিজ্যে সম্মানসহ স্নাতকোত্তর। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। হিসাব পরিচালনা কর্মকর্তা হিসেবে ৪ বছরের অভিজ্ঞতা। অফিসার, ১টি। যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি।

যোগাযোগ : ৫ পুরনো সচিবালয় রোড, নিমতলী, রমনা, ঢাকা-১০০০।

সূত্র : প্রথম আলো, ১৯ ডিসেম্বর

* প্রধানমন্ত্রীর কার্যালয়

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক, অর্থ/নিরীক্ষা, ১টি। বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর। সহকারী প্রকৌশলী (পুর), ২টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা, ২টি। বাণিজ্যে ন্যূনতম স্নাতক। হিসাবরক্ষক/ক্যাশিয়ার পদে ৩ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদ ও যোগ্যতা : অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর, ১টি। স্নাতকসহ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : ডেসপাচ রাইডার, ২টি। এসএসসি।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৭ জানুয়ারি।

যোগাযোগ : সচিব, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, জিপিও বক্স-২২১০, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ১৪ ডিসেম্বর

* বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : নিরাপত্তা অধীক্ষক (মহিলা), ১টি। এইচএসসি। উচ্চতা অন্যূন ৫ ফুট। ওজন ৪৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩৩ ইঞ্চি। তথ্য সহকারী (মহিলা), ১টি। এইচএসসি। সুস্পষ্ট বাংলা ও ইংরেজি বলার যোগ্যতা।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : নিরাপত্তা অপারেটর (মহিলা), ১টি। এইচএসসি। উচ্চতা অন্যূন ৫ ফুট। ওজন ৪৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩৩ ইঞ্চি। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১টি। এইচএসসি। প্রতি মিনিটে সাঁটলিপিতে গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। টাইপিংয়ে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : মোটর পরিবহন চালক, ৮টি। অষ্টম শ্রেণি। হালকা ও ভারী যানবাহন চালনার লাইসেন্স। মেকানিক, ২টি। বিদ্যুৎ অথবা মেকানিক সার্টিফিকেট। বিদ্যুৎ কারিগর, ২টি। বিজ্ঞানে এসএসসি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্স।

বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : এরোড্রাম ফায়ার অপারেটর, ৪টি। এইচএসসি। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ ৩২ ইঞ্চি। রেডিও মিস্ত্রি, ২টি। বিজ্ঞানে এসএসসি। টেলিফোন অপারেটর, ১টি। এসএসসি। টেলিফোন অপারেটর হিসেবে ২ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী অপারেটর, ২টি। অষ্টম শ্রেণি। সংশ্লিষ্ট মেশিন ও যন্ত্রপাতি ব্যবহারে ২ বছরের অভিজ্ঞতা। লাউঞ্জরুম পরিচালক, ২টি। এসএসসি।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৭ জানুয়ারি।

যোগাযোগ : চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দফতর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

ওয়েব : www.caab.gov.bd

সূত্র : ইত্তেফাক, ২০ ডিসেম্বর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close