বিনোদন ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

এমিতে নতুন ইতিহাস

নতুন ইতিহাসে ঋদ্ধ হলো এমি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসর। নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে টেলিভিশনের ‘অস্কার’তুল্য এ স্বীকৃতি। গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে টেলিভিশন অ্যাকাডেমি আয়োজিত জমকালো অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের মধ্যে।

এইচবিও চ্যানেলের ‘ভিপ’-এ অহংকারী প্রেসিডেন্ট পদপ্রার্থী সেলিনা মেয়ার চরিত্রে অভিনয় করে টানা ষষ্ঠবারের মতো কমেডি সিরিজের সেরা অভিনেত্রীর এমি জিতলেন জুলিয়া লুই-ড্রেফাস। একই চরিত্রের জন্য কোনো অভিনয়শিল্পীর সর্বাধিক এমি জয়ের রেকর্ড এটাই। এনবিসি চ্যানেলের ‘দিস ইজ আস’-এ শ্বেতাঙ্গ পরিবারে দত্তক থাকা আফ্রিকান-আমেরিকান পুরুষের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য ড্রামা সিরিজের সেরা অভিনেতা হয়েছেন স্টার্লিং কে ব্রাউন। ড্রামা সিরিজের সেরা অভিনেতা বিভাগে ২০ বছর পর কোনো আফ্রিকান-আমেরিকান অভিনেতা হিসেবে আবারও পুরস্কার পেলেন তিনি।

প্রথম আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে কমেডি সিরিজের চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার জিতে এমিতে ইতিহাস গড়লেন লিনা ওয়েট। নেটফ্লিক্সের ‘মাস্টার অব নান’-এ আজিজ আনসারির সঙ্গে যৌথ চিত্রনাট্যকার হিসেবে থ্যাংকসগিভিং পর্ব লেখেন তিনি। এটি সাজানো হয় লিনার বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে।

হিপ-হপ থিম নিয়ে সাজানো আটলান্টার জন্য কমেডি সিরিজের সেরা পরিচালকের সম্মান পেয়েছেন ডোনাল্ড গ্লোভার। এবারই প্রথম এ বিভাগে সেরা হলেন কোনো কৃষ্ণাঙ্গ। লিমিটেড সিরিজের সেরা অভিনেতা হয়েছেন এইচবিওর ‘দ্য নাইট অফ’ তারকা রিজ আহমেদ। মার্কিন বিচার ব্যবস্থার দুর্বলতার শিকার হওয়া একজন মানুষের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তিনি। এটাই ভারতীয় বংশোদ্ভুত কোনো ব্রিটিশ অভিনেতার প্রথম এমি জয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist