বিনোদন প্রতিবেদক

  ১৭ আগস্ট, ২০১৭

সেলিম আল দীন জন্মোৎসব

শুরু হতে যাচ্ছে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৭’। সেলিম আল দীনের ৬৮তম জন্মবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৮-২০ আগস্ট এই উৎসবের আয়োজন করেছে।

আগামীকাল ১৮ আগস্ট সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন ড. আফসার আহমদ। এ সময় সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা করা হবে। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাট্যজন আকতারুজ্জামান। এরপর জাহিদ রিপনের নির্দেশনায় মঞ্চায়িত হবে স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

১৯ আগস্ট বেলা সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে একক বক্তৃতানুষ্ঠানে ‘সেলিম আল দীনের নাট্যদর্শন তথা বাংলা নাট্যরীতি প্রসারের প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’ শীর্ষক বক্তব্য প্রদান করবেন নাট্যাচার্যের শিল্পসঙ্গী নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন নাট্যজন ড. রশীদ হারুন, নাট্যজন ড. মোহাম্মদ বারী, কামরুল হাসান খান, চন্দন রেজা, যাত্রাজন মিলন কান্তি দে, রিজোয়ন রাজন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক ও স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এরপর সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে স্বপ্নদলের প্রযোজনা অপূর্ব কুমার কু-ুর রচনায়, জাহিদ রিপনের নির্দেশনায় এবং জুয়েনা শবনমের একক-অভিনয়ে মনোড্রামা ‘হেলেন কেলার’। প্রদর্শনীতে অতিথি থাকবেন নাট্যজন ঝুনা চৌধুরী।

২০ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘হরগজ’। নাটকটির নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের সমাপন করবেন নাট্যজন ড. ইনামুল হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist