বিনোদন ডেস্ক

  ২০ অক্টোবর, ২০২৪

ভক্তদের সুখবর দিলেন জিৎ

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। ‘সাথী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাতারাতি দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন। এদিকে নিজের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ার আড়ালে রাখতে পছন্দ করেন এ অভিনেতা।

শহরের এক পাঁচ তারকা হোটেলে ধুমধাম করে ছেলে রোনাভের প্রথম জন্মদিন পালন করেছেন জিৎ। গত বছর অক্টোবরে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন তিনি। দেখতে দেখতে এক বছর পার।

তবে শুক্রবার সন্ধ্যায় পার্টির অন্দরের কিছু ঝলক নিজের ইনস্টাগ্রামের তুলে ধরলেন নায়ক। বাবার কোলে রোনাভ মাথার ঘন কালো চুল উধাও। খুব সম্ভবত কয়েক দিন আগেই প্রথা মেনে মুণ্ডন হয়েছে। ন্যাড়া মাথাতেও বেশ হ্যান্ডসাম জিৎ পুত্র।

রোনভ বাবার কোলে চড়েই প্রথম জন্মদিনের কেক কাটল। ছোট ভিডিও শেয়ার করে জিৎ লেখেন, ‘রোনভের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শিগগিরি আরো ছবি আসছে।’

জন্মদিনে বাবা-ছেলে একই রকম পোশাকে নজর কাড়লেন। জিৎ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। বাবার মতোই লাল পাঞ্জাবি আর ধুতিতে রোনাভ। স্ত্রী মোহনা পরেছিলেন সোনালি রঙের শাড়ি। পাশে দেখা মিলল জিৎ কন্যা নভন্যারও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close