বিনোদন প্রতিবেদক

  ১৩ মার্চ, ২০২৪

কলকাতায় ‘মেঘদল’র বিশেষ কনসার্টে

দুই বাংলার তরুণদের কাছে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। পরাবাস্তব শহর নগরের কথা তাদের গানের পরতে পরতে উঠে আসে। ‘নেফারতিতি’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘নির্বাণ’, ‘না বলা ফুল’, ‘তবু, শহুরে জোনাক’, ‘পাথুরে দেবী’ ও ‘এসো আমার শহরে’র মতো বেশ কিছু জনপ্রিয় গান তাদের ঝুলিতে। বর্তমানে মঞ্চে সরব সময় পার করছে ব্যান্ড ‘মেঘদল’।

এবার ভারতের কলকাতায় বিশেষ একটি কনসার্টে হাজির হচ্ছে গানের এই ব্যান্ড। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য সেই কনসার্টের ভেন্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গেল, এই প্রথম বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে পারফর্ম করবে ‘মেঘদল’। ব্যান্ডটির ভোকাল শিবু কুমার শীল গণমাধ্যমে বলেন, ‘এটা কলকাতায় আমাদের চতুর্থ শো হতে যাচ্ছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম। এই ক্যাম্পাস নানা কারণে বিশেষ। তাই কনসার্টটি নিয়ে আমরাও বেশ উচ্ছ্বসিত। তারা প্রতি বছরই সংস্কৃতি উৎসবের আয়োজন করে। এবারের উৎসবের শেষ দিনে আমরা পারফর্ম করব। অর্থাৎ আমাদের পরিবেশনা দিয়েই আয়োজনটি শেষ হবে।’

‘সংস্কৃতি’ নামের এই উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন। এতে ১৫ মার্চ রাতে পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘দোহার’।

নতুন গানের আভাস দিয়ে শিবু জানালেন, তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র সপ্তম গান শিগগিরই আসছে। ইতিমধ্যে দুটো গানের কাজ শেষ করেছেন তারা। শুধু বাকি ভিডিও। ঈদ-বৈশাখ শেষেই সেই কাজে হাত দেবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close