বিনোদন প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২৩

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

পুরস্কৃত ‘সাঁতাও’, ‘জে কে ১৯৭১’, ‘হাওয়া’

শেষ হলো ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পুরস্কার প্রদানের মাধ্যমে ইতি টানা হয় চলচ্চিত্রের এই মহাযজ্ঞের। এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের সিনেমাকে ঘিরেই ছিল দর্শকের ভিড়। রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অতিথি, জুরি ও বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ী ছবি, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘এমন আয়োজনের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মেলবন্ধন ঘটে। দেশিও নির্মাতারা সমৃদ্ধ হন। একই সঙ্গে বিভিন্ন দেশের নির্মাতা এবং শিল্পীর সঙ্গে পারস্পরিক ভাবনা ও কৌশলের বিনিময় ঘটে।’ এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সমাপনী আয়োজনটি সঞ্চালনা করেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরমা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘সাঁতাও’।

উৎসবে বিশেষ অডিয়েন্স পুরস্কার পেয়েছে ফাখরুল আরেফিন খানের ‘জে কে ১৯৭১’ (বাংলাদেশ) এবং অডিয়েন্স পুরস্কার পেয়েছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ (বাংলাদেশ)। সেরা শিশু চলচ্চিত্র বাদল রহমান পুরস্কার পেয়েছে ‘মাজেল আ তায়েম্ম্ফস্তভি লেসা’ (চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, জার্মানি), সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছে আর্টিওম আনিসিমভ। তিনি নির্বাচিত হয়েছেন রাশিয়ার ‘পোডেলনিকি’ সিনেমার জন্য। অপরাজিত (ভারত) চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন অনিক দত্ত। প্রপেদা (ভারত) সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন কেতকী নারায়ণ। নাকোডো-ম্যাচমেকারস (জাপান) সিনেমার জন্য সেরা অভিনেতা ইক্কেই ওয়াতানাবে। জেন্দেগি ভা জেন্দেগি (ইরান) চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক আলি ঘাভিতান। সেরা সিনেমা ‘দ্য মাদার’ (ইরান)। স্পিরিচুয়াল ফিল্ম বিভাবে সেরা তথ্যচিত্র মহাত্মা হাফকাইন (রাশিয়া)।

৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ৭১টি দেশের ২৫২টি সিনেমা। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close