বিনোদন প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০২২

কল্পনার পরিচালনায় দুই নাটক

খালেদা আকতার কল্পনা, একাধারে একজন অভিনেত্রী, কাহিনিকার ও পরিচালক। দীর্ঘদিন পর তিনি তার নিজের রচনায় দুটি নাটক নির্মাণ করেছেন। ‘প্রেমিক বাইকওয়ালা’ ও অন্যটির নাম ‘কলগার্ল’। নাটক দুটিতে তিনি নিজে অভিনয়ও করেছেন। পাশাপাশি আরো অভিনয় করেছেন শিউলী শিলা, আমির পারভেজ, বনশ্রী। খালেদা আকতার কল্পনা, নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত ‘জিনের বাদশা’ সিনেমাতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। শিক্ষকতা পেশা ছেড়ে যিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন, সেই নন্দিত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার এখন সময় কাটছে নাটক, টেলিফিল্মের গল্প রচনা করে। অনেক ধারাবাহিক নাটক, খণ্ড নাটক এবং টেলিফিল্মের গল্প রচনা করেছেন তিনি। নামগুলো আপাতত প্রকাশ করা যাচ্ছে না। তবে কল্পনার প্রবল ইচ্ছা তার রচিত নাটক, টেলিফিল্মগুলো নির্মিত হয়ে দর্শকের সামনে আসুক। আর এজন্য তিনি যথাযথ প্রযোজক এবং নির্মাতাদের সাড়া চান। ছোটবেলা থেকেই গল্প পড়ার অভ্যাস ছিল কল্পনার। একসময় এসে তিনি নাটক রচনা শুরু করেন। অভিনয়ের দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর প্রথম যে নাটকটি তিনি রচনা করেন, সেটি প্রচার হয়নি। তবে পরবর্তী সময়ে এটিএন বাংলায় প্রচার হয় তার রচিত ও মনোয়ার খোকন পরিচালিত ধারাবাহিক ‘আপনার চেয়ে আপন’ নাটকটি। অবশ্য তার আগে তার রচনায় মনোয়ার খোকন নির্মাণ করেন রবি চৌধুরীকে নায়ক হিসেবে নিয়ে ‘ফেরারী সুখ’ নামের একটি নাটক। এরপর আরো বহু নাটক রচনা করেছেন কল্পনা। কল্পনা বলেন, সিনেমা-নাটকে অভিনয়ে অনেক ভুল-ত্রুটি চোখে পড়ত। একসময় আমার কাছে মনে হলো, কেন আমি নিজে লিখছি না। আর ছোটবেলা থেকে নিজের মনে বীজ বপন করাই ছিল লেখালেখির ব্যাপারে। পরে লেখালেখি শুরু করলাম। একুশে টিভিতে যখন আতিকুল হক চৌধুরী ছিলেন, তখন তিনি আমাকে এক দিন ডেকেছিলেন। আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে বলেছিলেন, আমার লেখা সংলাপ এক কথায় অসাধারণ। তার সেই কথা আমার কাছে অ্যাওয়ার্ড প্রাপ্তির মতোই মনে হয়েছিল। এখনো অনেক নাটক, টেলিফিল্মের কাহিনি লেখা আছে। আমার খুব ইচ্ছা নির্ভরশীল কোনো প্রযোজক-পরিচালকের কাছে তা তুলে দিতে। আমি চাই আমার রচিত নাটক-টেলিফিল্মগুলো দর্শকের কাছে পৌঁছাক। খালেদা আক্তার কল্পনা অভিনীত প্রথম সিনেমা মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’। এখন পর্যন্ত তিনি পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বিজ্ঞাপনে খালেদা আক্তার কল্পনাকে প্রথম দেখা যায় আফজাল হোসেনের নির্দেশনায় লালবাগের ‘হাসমার্কা গন্ধরাজ নারকেল তেল’-এর বিজ্ঞাপনে। এরপর আরো বেশকিছু বিজ্ঞাপনে মডেল হন তিনি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হন কল্পনা। মিজানুর রহমানের ‘হনুমানের পাতাল বিজয়’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে মতিন রহমানের ‘রাধাকৃষ্ণ’। এরপর একে একে ‘সোহেল রানা’, ‘ফুলশয্যা’, ‘শেষ আঘাত’, ‘মায়ের কান্না’, ‘তিন কন্যা’, ‘রকি’, ‘ঢাকা-৮৬’, ‘জিনের বাদশা’, ‘অচেনা’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’, ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই অভিনেত্রীর রয়েছে দুই সন্তান। নাম সেতু ও বন্ধন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close