বিনোদন প্রতিবেদক

  ০৩ আগস্ট, ২০২২

সংগীতপ্রেমীরা গানের মধ্যেই খুঁজবেন তাদের

বাংলাদেশের নন্দিত সুরস্রষ্টা আলম খান ও প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রুু কিশোর ছিলেন গুরু-শিষ্য। তাদের শেষ দেখা হয় ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর। সেদিন সাংবাদিক অভি মঈনুদ্দীনের আয়োজনে এক আড্ডায় অংশ নিয়েছিলেন আলম খান ও অ্যান্ড্রুু কিশোর। নিজেদের জীবনের ফেলে আসা দিনের গল্পে মেতে উঠেছিলেন তারা দুজন। আজ দুজনের কেউই আমাদের মাঝে নেই। কিন্তু তাদের ভক্ত-শ্রোতারা গানের মাঝেই তাদের খুঁজে নেবেন যুগের পর যুগ। শিবলী সাদিক পরিচালিত ‘মেইল ট্রেন’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন অ্যান্ড্রুু কিশোর। তবে সিনেমাটি মুক্তি পায়নি। পরে এ জে মিন্টু পরিচালিত ‘প্রতিজ্ঞা’ সিনেমায় দেওয়ান নজরুলের লেখা আলম খানেরই সুর-সংগীতে ‘একে চোর যায় চলে পিছনে লেগেছে দারোগা’ গানটি দর্শক প্রথম রুপালি পর্দায় নায়ক আলমগীরের লিপে প্রথম উপভোগ করেন। প্রথম গানেই সারা বাংলাদেশে সাড়া ফেলেন অ্যান্ড্রুু কিশোর। তারপর সিনেমার গানে অ্যান্ড্রু কিশোরের প্লেব্যাক সম্রাট হয়ে ওঠার ইতিহাস। ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিল’ সিনেমায় সৈয়দ শামসুল হকের লেখা ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’ গানটি গেয়ে আরো অধিক সাড়া ফেলেন। একই সিনেমায় সংগীত পরিচালনার জন্য আলম খান এবং গান গাওয়ার জন্য শিষ্য অ্যান্ড্রু কিশোর প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আলম খান জানিয়েছিলেন, অ্যান্ড্রু কিশোরকে তিনি প্রথম পারিশ্রমিক দিয়েছিলেন ৫০০ টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যান্ড্রু কিশোরের জন্ম রাজশাহী শহরের মিশন হাসপাতালে। ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর কাছে শিখেন সংগীতের নানা দিক। ১৯৭৭ সালের দিকে রেডিওতে ট্রান্সমিশন সার্ভিসে খুব গুরুত্বপূর্ণ একটা পদে চাকরি করতেন এ এইচ এম রফিক। তিনি এক দিন অ্যান্ড্রুকে ঢাকায় আসার কথা বললেন। ঠিক সেসময় শিল্পকলায় কর্মরত মোহাম্মদ শহীদুল ইসলাম একটা প্ল্যান করলেন। প্ল্যানটা ছিল মফস্বলে যারা প্রমিজিং মডার্ন সিঙ্গার তাদের স্টার মিউজিক ডিরেক্টর দিয়ে যদি গান করানো যায়, তাহলে হয়তো ভালো কিছু গানের জন্ম হতে পারে। ভালো কিছু শিল্পীরও জন্ম হতে পারে। এই প্ল্যান অনুযায়ী সংস্কৃতি অঙ্গনে জন্ম নিলেন সুবীর নন্দী, ফরিদা পারভীন, নারগিস পারভীন, প্রবাল চৌধুরী, অ্যান্ড্রু কিশোরও। আলম খানের সুরে অ্যান্ড্রু কিশোর সর্বশেষ সৈয়দ শামসুল হকের লেখা ‘ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। আলম খানের সুরে অ্যান্ড্র কিশোরের কণ্ঠে অধিক জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কত রঙ্গ জানো রে মানুষ’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘ভালোবেসে গেলাম শুধু’, ‘কারে বলে ভালোবাসা’, ‘চাঁদের সাথে আমি দেবো না’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’ ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close