বিনোদন প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০২০

ঈদে ‘হার্টলেস মজনু’

বেতন কম থাকায় বয়স্ক অবস্থায় বিয়ে করেন মজনু। বিয়ের পর বউ নিয়ে ঢাকায় আসেন তিনি। কিন্তু যে হিসাব করে মজনু বৌকে নিয়ে ঢাকায় এসেছিলেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। তার ১০ হাজার টাকার বাড়িভাড়া হয়ে যায় ১৩ হাজার টাকা। পাশাপাশি দারোয়ান, পানি, ময়লার বিল ইত্যাদি বাড়িভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালা তাকে কখনো বলেনি। তাই সামান্য আয়ে বউকে নিয়ে সংসার চালানোটা মজনুর জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে। শুরু হয় সামাজিক নির্যাতন, বাড়িওয়ালার ছেলে তার নতুন বউকে নানাভাবে উত্ত্যক্ত করে। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘হার্টলেস মজনু’ শিরোনামের ঈদের বিশেষ নাটক। সাইফুর রহমান কাজলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাখাওয়াত হোসেন শওকত।

নির্মাতা জানান, এ নাটকের গল্পে শিক্ষণীয় বিষয় হচ্ছে সমাজের সহজ-সরল লোকগুলো সামাজিকভাবে নিষ্পেষিত হয়। সমাজে হৃদয়হীন মানুষ তাকে সবসময় সুন্দর জীবনযাপন করতে দেয় না। আমি আশা রাখি প্রচারে এলে নাটকটি দর্শকের ভালো লাগবে।

জানা গেছে, আসছে ঈদে ‘হার্টলেস মজনু’ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close