বিনোদন প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৯

রোমে মিম-শুভর ‘সাপলুডু’

দেশের সীমানা পেরিয়ে এবার বিশ্ব মাতাতে যাচ্ছে চলতি বছরের ঢালিউডের আলোচিত চলচ্চিত্র ‘সাপলুডু’। সেই অভিযাত্রায় এবার ইতালির রোমে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। নোভো সিনেমা অ্যাকুইলাতে এটির প্রদর্শনী হবে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা, ৭টা ৩০ মিনিট এবং রাত ৮টায় তিনটি শো প্রদর্শনী হয়। আজ শনিবারও একই সময়ে তিনটি শো দেখানো হবে। সেখানে উপস্থিত থাকবেন এই চলচ্চিত্রের নায়ক আরিফিন শুভ এবং প্রযোজক সৈয়দ আশিক রহমান, সিইও আরটিভি।

এ প্রসঙ্গে সৈয়দ আশিক রহমান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আরটিভি সুস্থধারার বিনোদনের পাশে রয়েছে সব সময়। আমরা দেশের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আমার বিশ্বাস, দেশের পাশাপাশি বিদেশেও সাফল্য পাবে সাপলুডু।’

আরিফিন শুভ বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রয়াসের আমিও একজন সৈনিক। আমাদের চলচ্চিত্র এক দিন অনেকদূর যাবে। এ বিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছি। ইতালিতে আমার সব দর্শকের সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।

‘সাপলুডু’ ছবিটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। গেল ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় সাপলুডু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close