বিনোদন প্রতিবেদক

  ০৬ জুলাই, ২০১৯

ঊষসীর বকুল কথা

ওপার বাংলার অনেক টিভি ধারাবাহিক এপার বাংলায় ব্যাপক জনপ্রিয়; যা দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। এমনকি সেসব ধারাবাহিকের পাত্র-পাত্রীরাও এ দেশের মানুষের কাছে হয়ে ওঠেন আপনজনের মতো। তাদেরই একজন জি-বাংলার দর্শকপ্রিয় ধারাবাহিক ‘বকুল কথা’-এর মুখ্য অভিনেত্রী ঊষসী রায়। ‘বকুল’ চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে দুই বাংলাতেই এ অভিনেত্রী এখন বেশ জনপ্রিয়। গত বুধবার তিনি ঢাকায় এসেছিলেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। সেখানে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে মুখোমুখি হন। সেই আলাপচারিতায় উঠে আসে নানা প্রসঙ্গ। বলেন, ‘বাংলাদেশের আপনারা সবাই অনেক ভালো। আপনাদের চমৎকার ব্যবহারে আমি আবেগে আপ্লুত। অল্প কিছু সময়ের অবস্থানেই যে আপ্যায়ন আপনাদের কাছ থেকে পেয়েছি তাতে আমি দারুণ সম্মানিত বোধ করছি। বাংলাদেশে আমার এই প্রথম সফর। এ দেশে আসার আগে আমাদের সহশিল্পীদের মুখে আপনাদের আতিথেয়তার অনেক গল্প শুনেছি। আজ আমি নিজে তা পেয়ে খুব মুগ্ধ।’ বাংলাদেশের বিনোদন জগতের খবরাখবর কতটুকু জানেন- এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘আমি বাংলাদেশের নাটকের একজন ভক্ত। বিশেষ করে শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারের লেখা নাটক, বই- সবকিছুরই বড়মাপের ভক্ত আমি। আমার বান্ধুবান্ধব যখনই এ দেশে বেড়াতে আসেন; সবাই স্যারের বই, নাটকের সিডি নিয়ে আমাকে উপহার দেন।’ আমরা কি ঊষসীকে এ দেশের কোনো নাটকে দেখতে পাব? উত্তরে তিনি বলেন, ‘কলকাতার নাটক, মঞ্চ অনুষ্ঠান সবকিছু নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছি। আর আমরা যারা দীর্ঘ কোনো ধারাবাহিকে যুক্ত হই; তখন কর্তৃপক্ষের বিভিন্ন শর্তাবলির মধ্যে আমাদের যেতে হয়। এটা করা যাবে না, এটা বলা যাবে না।’ অভিনেত্রী না হলে অন্য কোনো পেশায় নিজেকে যুক্ত করতেন? ঊষসী বলেন, ‘আমাদের সবারই ছোটবেলায় ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকে? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউবা পাইলট। আমারও তেমন ছিল। কিন্তু স্বপ্ন তো সময়ের সঙ্গে বদলাতে থাকে। আমি তৃপ্ত, সম্মানিত বোধকরি নিজেকে অভিনেত্রীর জায়গায় দেখে।’ আলাপচারিতার সবশেষে ঊষসী বলেন, ‘এ দেশে না এলে হয়তো বুঝতেই পারতাম না আমার এত ভক্ত এখানেও রয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close