বিনোদন প্রতিবেদক

  ১০ জুন, ২০১৯

ভিডিওতে নজরুলের ৪ গান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চারটি দেশাত্মবোধক গান ভিডিওতে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে দুই বাংলার দুই নজরুলসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান। শুদ্ধ বাণী ও সুরে গানগুলো প্রকাশের সিদ্ধান্ত নেওয়া প্রতিষ্ঠান দুটি হলো বাংলাদেশ থেকে ‘সুরসপ্তক’ এবং পশ্চিমবঙ্গ থেকে ‘সাধনা’। গতকাল রোববার ‘সুরসপ্তক’-এর পক্ষ থেকে ফেরদৌস আরা এবং ‘সাধনা’-এর কর্ণধার বিশ্বজিৎ ব্যানার্জির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। নজরুলের অধিক প্রচলিত দেশাত্মবোধক গান থেকে তারা চারটি করবেন। এরই মধ্যে ‘নম নম বাংলাদেশ মম’ গানটি নির্বাচন করা হয়েছে। এ ছাড়া ‘এই আমাদের বাংলাদেশ’, ‘কি অপরূপ রূপে মা’, ‘তোর রূপে সই’, খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘নবীন আশা’ প্রভৃতি গান থেকে বাকি তিনটি গান নির্বাচন করা হবে।

এ প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, গানগুলোতে আমার সঙ্গে থাকবে ‘সুরসপ্তক’ এবং বিশ্বজিৎ ব্যানার্জি ও মিতালি ব্যানার্জির সঙ্গে থাকবে ‘সাধনা’র শিক্ষার্থীদের অংশগ্রহণ। গানগুলো প্রকাশ করা হবে ভিডিওতে। অচিরেই গানগুলো শুদ্ধ সুর নিয়ে আমরা বসব। তবে ‘নম নম বাংলাদেশ মম’ আমার গাওয়া সুরটি শুদ্ধ সুর বলে মনে করছে ‘সাধনা’ সংশ্লিষ্টরা। তাই এই গানটিতে আর কোনো পরিবর্তন আসছে না। গানগুলো কবে আসবে, এ বিষয়ে এখনই বলা কঠিন। কারণ কাজ শেষ করতে যথাযথ সময়ও লাগবে। আপাতত কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে চাই। এদিকে ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) নজরুলের জন্মবার্ষিকীতে ফেরদৌস আরার কণ্ঠে প্রকাশ পেয়েছে নজরুলসংগীত সমগ্রের ‘নবমখন্ড’। এতে নজরুলের অতি প্রচলিত-অপ্রচলিত ১২টি গান রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close