বিনোদন প্রতিবেদক

  ২১ মে, ২০১৯

ঈদে লাইভ শো নিয়ে ব্যস্ত বেলী

শাহনাজ বেলী। বাংলাদেশের ফোকগানের একজন অন্যতম শিল্পী। তবে বেলী নিজেকে একজন লালনের গানের শিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বছরজুড়েই দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে থাকে বেলীর দারুণ ব্যস্ততা। এখন রমজান মাস বিধায় স্টেজ শো থেকে আপাতত বিরতিতে আছেন। কিন্তু ঈদের পর থেকে আবারও স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠবেন তিনি। তবে স্টেজ শোর আগেই নিজেকে ব্যস্ত করে তুলবেন বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ শো নিয়ে। এরই মধ্যে আগামী ঈদে দুটি চ্যানেলে দুটি লাইভ শো কনফার্ম করেছেন শাহনাজ বেলী। আগামী ঈদের ষষ্ঠ দিন নাগরিক টিভিতে রাত ১১টায় তিনি একাই একটি লাইভ শোতে সংগীত পরিবেশন করবেন। আবার ঠিক তার পরের দিন একুশে টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে শাহনাজ বেলী ও ফকির শাহাবুদ্দিন লাইভ শোতে সংগীত পরিবেশন করবেন। তবে বেলী জানান, আরো তিন-চারটি চ্যানেলের সঙ্গে লাইভ শো নিয়ে কথা হচ্ছে, কিন্তু এখনো তিনি চূড়ান্ত করেননি। এ প্রসঙ্গে শাহনাজ বেলী বলেন, ‘এটা সত্যি টেলিভিশনে লাইভ শো করার মধ্যে অন্যরকম ভালোলাগা কাজ করে। কারণ এখানে দর্শকের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকে। তাদের বিশেষ অনুরোধের গানগুলোও গাইতে পারার সুযোগ থাকে। আবার নিজের পছন্দমতো গানও গাওয়া যায়। মূল কথা হলো টিভি শোয়ের আলাদা দর্শকই আছেন যারা মন দিয়ে গান শুনেন, গানের অনুষ্ঠানগুলো উপভোগ করেন। আর ঈদের সময় এ ধরনের লাইভ শোতে সংগীত পরিবেশন করার মধ্যে অনেক বেশিই ভালোলাগা কাজ করে। কারণ ছুটিতে সবাই যার যার মতো করে টিভি অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারেন।’

রোজা শুরুর আগে শাহনাজ বেলী নরসিংদী, শরীয়তপুর, গাজীপুরে স্টেজ শোতে অংশ নেন। পহেলা বৈশাখের দিন তিনি পরপর চারটি টিভি শো এবং দুটি স্টেজ শোতে অংশ নেন বলে জানান। এক দিন ছয়টি শোতে এবারই প্রথম অংশগ্রহণ করেন শাহনাজ বেলী। এদিকে রাধা রমনের প্রচলিত, অপ্রচলিত ১০টি গান নিয়ে একটি অ্যালবামের কাজ শেষ করেছেন শাহনাজ বেলী। ১০টি গানের সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ, আজাদ মিন্টু ও রিপন। বেলী বলেন, ‘সত্যি বলতে কী সবগুলো গান শেষ করার পর গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ নিয়ে একটু দুশ্চিন্তাতেই পড়ে গেলাম। কারণ মিউজিক ভিডিও নির্মাণ তো অনেক খরচের ব্যাপার। কোনো অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান যদি আগ্রহী হয়ে গানগুলো প্রকাশ করত তা হলে গানগুলো খুব তাড়াতাড়ি দর্শক শ্রোতারা শুনতে পারতেন। কারণ গানগুলো করার ক্ষেত্রে আমার আন্তরিকতার কোনো কমতি ছিল না। গানগুলো নিয়ে খুবই আশাবাদী।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close