বিনোদন প্রতিবেদক

  ১১ মে, ২০১৯

‘বঙ্গবন্ধু’র জীবনীচিত্রের শুটিং নভেম্বরে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে নির্মিতব্য ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমাটির কাজ বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমাটির শুটিং শুরু হবে আগামী নভেম্বরে। আর বিগ বাজেটের এই সিনেমায় যুক্ত হলেন গেল বছর ‘হাসিনা : এ ডটারস টেল’ নির্মাণ করে সাড়া ফেলে দেওয়া নির্মাতা পিপলু খান। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক সংবাদে জানা যায়, ৭ মে দিল্লিতে বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় বঙ্গবন্ধুর ওপর নির্মিতব্য সিনেমাটি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তথ্যসচিব আব্দুল মালেক এবং ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে। বৈঠক শেষে জানানো হয়, বঙ্গবন্ধুকে নিয়ে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখবেন অতুল তিউয়ারি। আর এই কাজে তথ্য ও গবেষণায় সহযোগিতা করবেন বাংলাদেশের পিপলু খান। সিনেমার চিত্রনাট্য লেখার আগে অতুল তিউয়ারি আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন বলেও জানান বেনেগাল। তিনি আরো জানান, বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে ১৮০ মিনিটের চলচ্চিত্রটি ‘মুজিববর্ষ ২০২০-২১’ শেষ হওয়ার আগেই মুক্তি পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close