বিনোদন প্রতিবেদক

  ০৫ জানুয়ারি, ২০১৯

জাতীয় নাট্যশালা মঞ্চে ‘ঈর্ষা’

প্রায় এক বছর পর আজ মঞ্চে আসছে প্রাঙ্গণেমোর নাট্যদলের জনপ্রিয় নাটক ‘ঈর্ষা’। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে নাটকটি। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈর্ষা নামের কাব্যনাটকের গল্প এতটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর, যা বর্ণনাতীত। সেই সঙ্গে আছে আবার শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দ্ব, আছে শিল্পীর সঙ্গে শিল্পীর দ্বন্দ্বও। আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা; আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয় শারীরিক সম্পর্ক বা যৌনতার কথা। আছে রূপসী বাংলার, শ্যামল উজ্জ্বল, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা, আছে মুক্তিযুদ্ধের মূল্যবোধও। সব মিলিয়ে জীবন ও জীবন উত্তীর্ণ শিল্পের নানা প্রসঙ্গের সম্মিলন ঘটেছে নাটকটিতে।’ ৭টি সংলাপ ও ৩টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিটের। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ। প্রসঙ্গত, ২০১৮ সালে ৩৫টি নাটক মঞ্চস্থ করেছে নাট্যদল প্রাঙ্গণেমোর। মঞ্চে এনেছে নতুন নাটক ‘হাছনজানের রাজা’। মঞ্চের অন্যতম সক্রিয় দলটি নতুন বছরের প্রথম সপ্তাহেই মঞ্চে আনছে জনপ্রিয় নাটক ‘ঈর্ষা’। সৈয়দ শামসুল হকের কাব্যনাটক থেকে নির্মিত নাটকটি ‘প্রাঙ্গণেমোর’-এর ৮ম প্রযোজনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close