বিনোদন প্রতিবেদক

  ০৩ ডিসেম্বর, ২০১৮

বিরতির পর ফারহানা মিলি...

অভিনয়ে ক্যারিয়ারের শুরুর দিকে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে বেশ প্রশংসিত হয়েছিলেন ফারহানা মিলি। বিজ্ঞাপনে মিলি ছোট্ট একটি ছেলেবাবুর বড় বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। মিলির সংলাপ ছিল এমন, ‘আমারে ছাড়া থাকতে পারবি?...পরবর্তী দৃশ্যেই বাবুর সংলাপ ছিল এমনÑ‘মা বুবু কী কাল সকালেই চইলা যাইব?...বড় বোনের বিয়ে হয়ে যাওয়াতে বাবুর মন খারাপ ছিল। ভাই-বোনের এমন আবেগঘন দৃশ্য সে সময় দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এই বিজ্ঞাপনের পর ফারহানা মিলি আরো কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। তবে দীর্ঘদিন পর একটি ভালো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ পেলেন তিনি। পূজা রোজারিওর নির্দেশনায় আরএফএলের বেবি ডায়াপারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ফারহানা মিলি ও তার সঙ্গে ছোট্ট একটি শিশুর অনবদ্য অভিনয়ে বিজ্ঞাপনটি হয়ে উঠেছে বেশ নান্দনিকÑএমনটাই জানালেন ফারহানা মিলি। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ভালো কনসেপ্টের বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ তো সব সময়ই থাকে। কিন্তু সব সময় আসলে ব্যাটে বলে হয়ে উঠে না। পূজা রোজারিও বেশ ভালো একজন বিজ্ঞাপন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করে বেশ ভালো লেগেছে। কাজটি নিয়ে আমি আশাবাদী। বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে এরই মধ্যে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন ফারহানা মিলি। একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য মিলি সঞ্জিত সরকারের নির্দেশনায় ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকে অভিনয় করছেন। এ ছাড়া তার অভিনীত শাহীন পরিচালিত ‘সোনাভান’ ধারাবাহিক নাটকটি এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচার হচ্ছে। প্রচার শেষ হয়েছে সঞ্জিত সরকারের ‘মজনু একজন পাগল নহে’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘কাগজের ফুল’ ধারাবাহিক দুটি। আগামী ৫ ডিসেম্বর ফারহানা মিলি বাংলাদেশ টেলিভিশনের জন্য পান্থ শাহরিয়ারের রচনায় একটি খ- নাটকের কাজ করবেন। এরই মধ্যে আরটিভিতে প্রচারিত হয়েছে সঞ্জিত সরকারের নির্দেশনায় নির্মিত খ- নাটক ‘শেষ দেখার পরে’। ফারহানা মিলি অভিনীত একমাত্র সিনেমা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’। এতে তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close