বিনোদন প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৮

অ্যাপভিত্তিক ডিজিটাল পোর্টালে ওয়েব সিরিজ

সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে প্রযুক্তি। উন্নত হয়েছে যোগাযোগমাধ্যম। চাহিদার প্রয়োজনে বেড়েছে ইন্টারনেটের গতি। নিত্যনতুন মিডিয়ার কারণে সৃষ্টি হয়েছে বিনোদনের নতুন মাধ্যম। বাংলাদেশের নতুন মিডিয়ায় তেমনই অনবদ্য একটি প্ল্যাটফরম বঙ্গবিডি।

যাত্রাকাল থেকে বঙ্গবিডি বাংলাদেশের দর্শকের রুচি-চাহিদা পূরণ করে বিভিন্ন রকম অনলাইন কন্টেন্ট নির্মাণ, প্রযোজনা ও অবমুক্ত করা শুরু করে। তারই ধারাবাহিকতায় বঙ্গ Ôkuuk.tvÕও ÔWatchmoreÕ ডিজিটাল ওয়েব পোর্টালে ‘কাকতালীয়’ ও ‘টেলিফোনিক’ নামে দুটি ওয়েব সিরিজ প্রযোজনা ও অবমুক্ত করে। দুটি ওয়েব সিরিজেই দুই ঢঙে নির্মিত। ‘কাকতালীয়’ ওয়েব সিরিজটি বঙ্গবিডির প্রথম ওয়েবভিত্তিক রোমহর্ষক ডিটেকটিভ সিরিজ। নয় পর্বের এই ওয়েব সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১০-১২ মিনিট। একজন সাংবাদিক ও পুলিশ সার্জেন্টের ঝগড়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। এদের মধ্যে সেই সাংবাদিক খুন হওয়ার পর যখন জানা যায়, এই খুনের জন্য সেই পুলিশ সার্জেন্ট দায়ী, তখন এ মামলার রহস্য উন্মোচনে পেছনে কাজ করে একদল গোয়েন্দা বাহিনী। তাদের রহস্য উন্মোচনের গল্প নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন রিসালাত অমি। অন্যদিকে ‘টেলিফোনিক’ ওয়েব সিরিজে, এক দম্পতি নতুন ভাড়া করা বাড়িতে ওঠেন। এই বাড়ির পুরনো একটি ল্যান্ডফোনের ভৌতিক কল এবং বাড়িওয়ালার অদ্ভুত আচরণ তাদের প্রাত্যহিক জীবনে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আট পর্বের এই ওয়েব সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় ১১ মিনিট। ভৌতিক ও রহস্যধর্মী এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সরদার রোকন।

এদিকে বঙ্গবিডি প্রযোজিত এই দুটি ওয়েব সিরিজ দর্শকদের মধ্যে অনেক সাড়া জাগাচ্ছে। এই সাফল্যের ফলে বঙ্গবিডি ভবিষ্যতে আরো নতুন নতুন আইডিয়া নিয়ে তাদের অনুষ্ঠান নির্মাণ ও

প্রযোজনা পরিকল্পনা করছেন বলে জানা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close