বাবুল আনোয়ার

  ১৮ জুলাই, ২০২১

বোধ

জানি আমি জানি বুঝতেও পারি

চেনা মুখ জানাশোনা জনমের নাড়ি

মাটি ছুঁয়ে ঘাঁটি গাড়ে বর্ষার রাতে

বেদনার চৌকাঠে বিরহের সাথে

গড়ে তোলে সযত্নে ঘুমের নিবাস

ধরে রাখে ভূমিময় শস্যের চাষ

ভালো ভালোই অন্তত সবকিছু চায়

বুকে জ্বেলে শুভদ্বীপ অনন্ত শিখায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close