reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুলাই, ২০২০

কুবির সামাজিক গবেষণা গ্রুপের ভিন্নধর্মী উদ্যোগ

নভেল করোনাভাইরাসের ভয়াবহতায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। সংকটকালে সমসাময়িক নানা বিষয়ে চিন্তা আর আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক গবেষণা গ্রুপ ভিন্নধর্মী উদ্যোগ নেয়। ভার্চুয়াল আলোচনার প্ল্যাটফরম জুমে দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সমসাময়িক চিন্তাবিদদের যুক্ত করে তারা ওয়েব সেমিনার (ওয়েবনার) এর আয়োজন করে। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলোচনার ভিডিও শেয়ার করা হয় ইউটিউব ও ফেসবুকে। ওই ওয়েব সেমিনার চলাকালে সেখানে যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক ও এনজিওকর্মী। তাদের বিভিন্ন প্রশ্ন/মতামত তারা উত্থাপন করেন আলোচকদের কাছে। আয়োজকদের বিশ্বাস এই আলোচনা থেকে শিক্ষার্থীদের চিন্তার নতুন দ্বার উন্মোচিত হয়। এখানে উল্লেখ্য যে, বর্তমান সময়ে এ ধরনের অনেক ওয়েবনার দেখা গেলেও সেগুলো ঢাকাকেন্দ্রিক হওয়ায় মফস্বল শহরগুলোর তেমন প্রতিনিধিত্ব থাকে না।

নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ওয়েব সেমিনার (ওয়েবনার)-এর ১৮তম পর্বে ‘দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত থাকেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল রিসার্চার ড. মুবাশ্বের হাসান। সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার গণতন্ত্র সংক্রান্ত নানা বিষয়ের প্রশ্নের ও মতামতের ওপর আলোচনা করেন। এ ছাড়াও তিনি বাংলাদেশে গণতন্ত্র সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোকপাত করেন। ওয়েবনারের মডারেটর হিসেবে থাকেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক গবেষণা গ্রুপের সমন্বয়ক এবং এই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা। এই ওয়েবিনারটি ১০ জুলাই শুক্রবার রাত ৯টায় এবং বিকাল ৫টায় (নরওয়েজিয়ান সময়) অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবনারে যুক্ত হয়ে প্রশ্ন উত্থাপন ও প্রাসঙ্গিক বিষয়ে মতামত প্রদান অথবা জিজ্ঞাসা করতে নিম্নোক্ত জুম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close