reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০১৮

এসএইউর সমাবর্তনে ইউজিসি চেয়ারম্যানের যোগদান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ৭ জুন বৃহস্পতিবার নয়া দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) তৃতীয় সমাবর্তনে যোগ দেন। প্রফেসর মান্নান বিশ্ববিদ্যালয়টির বোর্ডের একজন সম্মানিত সদস্য।

নেপালের শিক্ষামন্ত্রী গিরি রাজ মানি পোখরেল সমাবর্তন অনুষ্ঠানে ১৬০ জন শিক্ষার্থীকে মাস্টার্স, এমফিল এবং পিএইচডি ডিগ্রি দেন। এর মধ্যে ছয়জন শিক্ষার্থী পিএইচডি এবং ১০ জন এমফিল ডিগ্রি অর্জন করেন। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রথমবারের মতো পিএইচডি ডিগ্রি প্রদান করেছে। উচ্চশিক্ষায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশের কৃতী শিক্ষার্থী মো. মাইনুদ্দিন কম্পিউটার সায়েন্সে পিএইচডি প্রোগ্রামে স্বর্ণপদক লাভ করেন। এসএইউর গভর্নিং বোর্ডের সভাপতি প্রফেসর ড. প্রাসার প্রসাদ কৈরালার সভাপতিত্বে অনুষ্ঠানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) সভাপতি এবং রাজ্যসভার সদস্য ড. বিনয় সহস্রবুদ্ধি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এসএইউ সভাপতি ড. কবিতা এ শর্মা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সার্কের মহাসচিব আমজাদ হোসেন বি সিয়ালসহ এসএইউর সার্কভুক্ত দেশগুলোর সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা সার্কভুক্ত দেশসমূহে দারিদ্র্য, নিরক্ষরতা ও আয়ের বৈষম্য রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সার্ক (বাংলাদেশ) মহাপরিচালক ও এসএইউর বোর্ড সদস্য শামসুল হক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সংবাদ বিজ্ঞপ্তি ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist